যেখানে গ্রিনিজ-গেইলদের ছুঁয়ে ফেললেন হোপ

ভারতের কাছে প্রথম দুই ওয়ানডে হেরে এরই মাঝে সিরিজ হেরে গেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। তবে দ্বিতীয় ওয়ানডেতে সিরিজ হারলেও ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন ক্যারিবীয় ওপেনার সাই হোপ। নিজের ১০০তম ওয়ানডে ম্যাচে শতক হাঁকিয়ে গর্ডন গ্রিনিজ ও ক্রিস গেইলদের কাতারে নিজের নাম লেখালেন হোপ।
রবিবার (২৪ জুলাই) ভারতের বিপক্ষে ৩১১ রানের সংগ্রহ দাড় করায় ক্যারিবীয়রা। তবুও অক্ষর প্যাটেলের ঝড়ে দুই উইকেটে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ। তবে দল হারলেও ব্যাটিংয়ে রঙিন ছিলেন সাই হোপ। ইনিংসের প্রথম বল থেকে খেলে ম্যাচের ৪৯তম ওভার পর্যন্ত খেলা হোপ ১৩৫ বলে ৮ চার ও তিন ছক্কার মারে ১১৫ রান করেছেন। নিজের ১০০তম ওয়ানডে ম্যাচটি ব্যক্তিগতভাবে রাঙিয়ে রাখলেন তিনি। পাশাপাশি বিশ্বের মাত্র দশম ব্যাটার হিসেবে ক্যারিয়ারের ১০০তম ওয়ানডে ম্যাচে সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেছেন হোপ।
এই কীর্তি সর্বপ্রথম করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার গর্ডন গ্রিনিজ। ১৯৮৮ সালে নিজের শততম ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ক্যারিবীয় এই লিজেন্ড। এরপর হোপের আগে শততম ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকানো অন্য আট ব্যাটার হলেন ক্রিস কেয়ার্স (১৯৯৯), ইউসুফ ইউহানা (২০০২), কুমার সাঙ্গাকারা (২০০৪), ক্রিস গেইল (২০০৪), মার্কাস ট্রেসকোথিক (২০০৫), রামনরেশ সারওয়ান (২০০৬), ডেভিড ওয়ার্নার (২০১৭) ও শিখর ধাওয়ান (২০১৮)।
শততম ওয়ানডেতে সেঞ্চুরির হাঁকানোর পর ১০০ ম্যাচে ৯৫ ইনিংসে ১৩ সেঞ্চুরিতে হোপের মোট সংগ্রহ ৪১৯৩ রান। ক্যারিয়ারের প্রথম ৯৫ ইনিংসে হোপের চেয়ে বেশি রান করেছেন শুধুমাত্র হাশিম আমলা (৪৭৯০) ও স্যার ভিভ রিচার্ডস (৪৩৬৬)। সেঞ্চুরিতে হোপের চেয়ে এগিয়ে শুধুমাত্র আমলা।
উল্লেখ্য, ওয়ানডেতে শততম ম্যাচে সেঞ্চুরিয়ানের সংখ্যা দশজন হলেও, টেস্টে এ কৃতিত্ব রয়েছে নয়জন ব্যাটারের। তবে দুই ফরম্যাটেই নিজের শততম ম্যাচে সেঞ্চুরি হাঁকানো একমাত্র ব্যাটার ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি গর্ডন গ্রিনিজ। আড় শততম টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকানো একমাত্র ব্যাটার অস্ট্রেলিয়ান কিংবদন্তি ব্যাটসম্যান রিকি পন্টিং।
চিত্রজগত/ক্রিকেট