যুক্তরাষ্ট্র-কানাডার ১৬ মাল্টিপ্লেক্সে ‘ঊনপঞ্চাশ বাতাস’

যুক্তরাষ্ট্র ও কানাডার মোট ১৬টি মাল্টিপ্লেক্সে একযোগে মুক্তি পাচ্ছে মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত সিনেমা ‘ঊনপঞ্চাশ বাতাস’। আগামীকাল শুক্রবার (১৯ নভেম্বর) থেকে উত্তর আমেরিকার দেশ দু’টিতে দেখা যাবে ছবিটি।
সিনেমাটির পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রোয়ের কর্ণধার মোহাম্মদ অলিউল্লাহ সজীব বলেন, ‘বাংলাদেশের সিনেমার ইতিহাসে এই প্রথম আমেরিকা ও কানাডায় একযোগে ১৬টি মাল্টিপ্লেক্সে সিনেমা মুক্তি পাচ্ছে। টাইমস স্কয়ার ছাড়াও নিউইয়র্কয়ের আরও ৩টি থিয়েটারে সিনেমাটি মুক্তি পাবে।’
স্বপ্ন স্কেয়ারক্রো বাংলাদেশের প্রধান নির্বাহী সৈকত সালাহউদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ঊনপঞ্চাশ বাতাস মুক্তির পর ২০২২ সালে একইদিনে বাংলাদেশ, কানাডা ও আমেরিকায় মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে দেশের বড় কয়েকটি সিনেমা।’
ঊনপঞ্চাশ বাতাস সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও শার্লিন ফারজানা। ২০২০ সালের ২৩ অক্টোবর সিনেমাটি মুক্তি পায়।
চিত্রজগত/ঢালিউড