মুম্বাই কাঁপাচ্ছে আলিয়ার ‘গাঙ্গুবাই’

সুপারহিটে জায়গা করে নিয়েছে গাঙ্গুবাই। গত ২৫ ফেব্রুয়ারি মুক্তির দিনই সিনেমাটির আয় সাড়ে ১০ কোটি রুপি। এরপর আয় ৩ শতাংশ বেড়ে এসছে ১৩ কোটি রুপিতে।
বক্স অফিস ইন্ডিয়া’র রিপোর্ট বলছে, সিনেমাটি দারুণ ব্যবসা করছে এবং বক্স অফিসে ৩০ থেকে ৩৫ শতাংশ আয় বেড়ে ১৩ কোটি রুপিতে পৌছেছে। এদিকে, সিনেমাটি মুক্তি পাবার পরপরই মুম্বাইয়ের সিনেমা হলগুলোতে ভিড় করছেন দর্শকরা। এর আগে বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালেও প্রদর্শিত হয়েছে এই সিনেমা।
লেখক হুসেন জাইদির বই ‘মাফিয়া কুইন্স অব মুম্বাই’-এর একটি অধ্যায়ের ওপর ভিত্তি করেই নির্মিত এই সিনেমা। মুম্বাইয়ের কামাথিপুরায় একটি পতিতালয়ের সর্দার গাঙ্গুবাইকে ঘিরেই গল্প।
বাস্তব ঘটনা নিয়েই পরিচালক সঞ্জয় লীলা তৈরি করেছেন এই সিনেমা। এতে দেখা যাবে আসল গাঙ্গুবাইয়ের প্রেম, বিশ্বাসঘাতকতা, উত্তরাধিকার ও পতিতালয়ের কুটিল রাজনীতি।
একজন যৌনকর্মীর সমাজকর্মী হয়ে ওঠার গল্প, একজন প্রেমিকা হবার গল্প এবং জীবন যুদ্ধে হার বা জিতের গল্প।
চিত্রজগত/বলিউড