বৃহস্পতিবার, ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম

মাঠে নামছে পিএসজি, দলে নেই মেসি

ছন্দে থাকা মেসিকে বিশ্রামে রেখেছেন পিএসজি কোচ। -- চিত্রজগত.কম

বিশ্বকাপ জয়ের পর ক্লাবে ফিরেও চেনা ছন্দে লিওনেল মেসি। সবশেষ ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর সৌদি অলস্টারকে হারিয়ে দিয়েছে পিএসজি। প্রীতি ম্যাচটিতে দলের হয়ে প্রথম গোলটিও এসেছিল আর্জেন্টাইন ফুটবল জাদুকরের পা থেকে।

এদিকে, ছন্দে থাকার মধ্যেই আবারও মাঠের বাইরে মেসি। সোমবার (২৩ জানুয়ারি) রাতে কাতার বিশ্বকাপজয়ী তারকাকে ছাড়াই মাঠে নামছে প্যারিস জায়ান্টরা।

ফ্রেঞ্চ কাপে পায়েস দ্য ক্যাসেলের মুখোমুখি হচ্ছে পিএসজি। তবে ম্যাচটির জন্য ২২ সদস্যের ঘোষিত দলে নাম নেই মেসির। হঠাৎ তার দলে না থাকা নিয়ে প্রশ্ন উঠছে। নতুন করে ইনজুরিতে পড়লেন কি না এমন শঙ্কাও জাগছে। যদিও সবশেষ ম্যাচটিতে তেমন কিছুর ইঙ্গিত ছিল না।

শোনা যাচ্ছে, পায়েস দ্য ক্যাসেলের বিপক্ষে মেসিকে মূলত বিশ্রামে রেখেছেন পিএসজি কোচ ক্রিস্টোফে গালতিয়ের। এছাড়া ক্লাবের তরফ থেকেও আর্জেন্টাইন তারকার ইনজুরির বিষয়ে কোনো তথ্য পাওয়া হয়নি।
মেসি ছাড়াও ২২ সদস্যের দলে রাখা হয়নি দলটির নিয়মিত গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মাকেও।

চিত্রজগত জটকম/ফুটবল

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়