ভক্তদের নিরাশ করেননি শাহরুখ

ঈদুল আযহা উপলক্ষ্যে সকাল থেকে চলছে বলিউড তারকাদের শুভেচ্ছা বিনিময়ের পর্ব। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমরান হাশমি থেকে মাধুরী, সবাই ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। ঈদুল ফিতরের মতো বছরের দ্বিতীয় ঈদেও মান্নাতের বারান্দায় এসে ভক্তদের মুখে হাসি ফুটালেন শাহরুখ!
এদিন ধর্ম বর্ণ নির্বিশেষে প্রিয় তারকার দেখা পেতে মান্নতের বাইরে ভিড় জমান শাহরুখ ভক্তরা। ভক্তদের কখনোই নিরাশ করেন না কিং খান, এদিনও হলো না তার ব্য়তিক্রম।
রবিবার ছোট ছেলে আব্রামকে সাথে নিয়ে নিয়ে মান্নাতের বারান্দায় ধরা দিলেন শাহরুখ। ভক্তদের সাথে বিনিময় করলেন ঈদের শুভেচ্ছা। ব্লু ডেনিম আর সাদা শার্টে ধরা দিলেন শাহরুখ, চোখে রোদ চশমা। হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় পর্ব সারলেন। বাবাকে হুবহু নকল করবার চেষ্টা করল খুদে আব্রাম। লাল টি-শার্ট আর কালো রঙের প্যান্টে লেন্সবন্দি হলেন শাহরুখের ছোট ছেলে।
এদিন মান্নতের বাইরের জনসমুদ্রের উদ্দেশে হাত নাড়লেন, প্রণাম করলেন, সেলাম ঠুকলেন শাহরুখ! সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছেয়ে গিয়েছে শাহরুখ-আব্রামের এই ছবিগুলো। ফ্যানেরা বলছেন, ‘ঈদি পেয়ে গেছি’!
চিত্রজগত/বলিউড