রবিবার, ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম

বিয়ের পিঁড়িতে বসছেন আমির কন্যা

সংগৃহীত ছবি -- চিত্রজগত.কম

‘স্টারকিড’ হিসেবে বরাবরই বেশ জনপ্রিয় আমির কন্যা ইরা খান। বিভিন্ন সময়েই ভিন্ন ভিন্ন কারণে সংবাদের শিরোনাম হয়েছেন তিনি। আর এবার জল্পনা উঠেছে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই স্টারকিড।

মঙ্গলবার রাতে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দিদা জিনাত হুসেন ও প্রেমিক নূপুর শিখরকে নিয়ে একটি ছবি পোস্ট করেন ইরা। আর তা দেখেই নেটিজেনদের মধ্যে চর্চা তুঙ্গে।

যদিও এখনও বিষয়টি রহস্যই রয়ে গেছে। কারণ ইরা বা তার পরিবার সকলেরই মুখে কুলুপ। দুই বছরেরও বেশি সময় ধরে সম্পর্কে রয়েছেন নূপুর-ইরা। তবে প্রেম নিয়ে কোন লুকোছাপা নেই তাদের। সেই প্রমাণ মিলেছিল ইরার জন্মদিনের ছবিতেই।

তবে এখনই খান পরিবারে বিয়ের সানাই বাজবে কিনা তা সময়ই বলবে। সূত্র- জি নিউজ

চিত্রজগত/বলিউড

সংশ্লিষ্ট সংবাদ