বুধবার, ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম

১৫ দিনে ৩৬ সিনেমা, দেখা যাবে সারা দেশে

‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব-২০২৩’

‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’র তৃতীয় আসরের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে. এম খালিদ। ছবি: চিত্রজগত -- চিত্রজগত.কম

‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’র তৃতীয় আসরের পর্দা উঠেছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে এর উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে. এম খালিদ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক হায়দার রিজভী, অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও নির্মাতা শামীম আখতার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। স্বাগত বক্তব্য রাখেন একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ।

এছাড়াও উপস্থিত ছিলেন দেশের বরেণ্য চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক, শিল্পী-কুশলী, সংগঠক, জুরি সদস্য, সিলেকশন কমিটির সদস্য ও একাডেমির কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে দেশে সিনেমা হল বাড়ানোর ব্যাপারে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বক্তারা।

‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’ হলো শিল্পকলা একাডেমির আয়োজনে দেশব্যাপী উৎসব। সারা দেশের ৬৪ জেলার শিল্পকলা একাডেমিতে এটি একযোগে চলবে আগামী ৩ মার্চ পর্যন্ত। ১৫ দিনব্যাপী এ উৎসবে প্রদর্শিত হবে ৩৬টি সিনেমা। এর মধ্যে সমকালীন সিনেমা ২৩টি, বাকিগুলো অন্যান্য সময়ের।

‘সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প সংস্কৃতি’ স্লোগানে শুরু হওয়া এই উৎসবে থাকছে পুরস্কারের ব্যবস্থাও। সমকালীন চলচ্চিত্রগুলোর মধ্য থেকে বাছাই করে সাতটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে। এগুলো হলো- শ্রেষ্ঠ চলচ্চিত্র (দুই লাখ টাকা), শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা (এক লাখ পঞ্চাশ হাজার টাকা), বিশেষ জুরি (এক লাখ টাকা) এবং শ্রেষ্ঠ চিত্রগ্রাহক, শ্রেষ্ঠ সম্পাদক, শ্রেষ্ঠ শব্দ পরিকল্পক ও শ্রেষ্ঠ প্রযোজনা পরিকল্পক (পঞ্চাশ হাজার টাকা)। এছাড়া উৎসব স্মারক, সনদপত্রও প্রদান করা হবে।

উৎসবে অংশ নেওয়া সিনেমাগুলো রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ও জাতীয় নাট্যশালা মিলনায়তন এবং অন্য সব জেলা শিল্পকলা একাডেমির হলে দেখানো হবে। প্রদর্শনীগুলো দর্শকের জন্য থাকছে উন্মুক্ত।

চিত্রজগত ডটকম/

সংশ্লিষ্ট সংবাদ