বৃহস্পতিবার, ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম

বন্ধ হচ্ছে ‘দ্য কপিল শর্মা শো’

ভারতের তুমুল জনপ্রিয় দ্য কপিল শর্মা শো আগামী জুনে বন্ধ হয়ে যাচ্ছে বলে জানা গেছে। ঠিক কী কারণে বন্ধ হচ্ছে তা জানা যায়নি।

এ অনুষ্ঠানের অপেক্ষায় থাকেন বহু দর্শক। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক জনপ্রিয়। অমিতাভ, শাহরুখ, সালমান, অক্ষয় থেকে শুরু করে কঙ্গনা, কারিনারা নিয়মিতই ছবির প্রচারে আসেন।

ছোটপর্দায় টানা এই শো চললেও এই শো ঘিরে দর্শকের উত্তেজনার শেষ নেই। এরই মাঝে এল মনখারাপের খবর।

শোনা যাচ্ছে, জুনে বন্ধ হয়ে যাচ্ছে এই জনপ্রিয় শো। কী কারণে বন্ধ হচ্ছে এই জনপ্রিয় শো, তা অবশ্য জানান যায়নি। এই শো চলাকালে এর আগে একবারই বন্ধ হয়েছিল। নানান কথা শোনা গেলেও অবশেষে জানা গিয়েছিল, কপিল শর্মার অসুস্থতার কারণেই সে সময় বন্ধ হয় এই শো।

দ্য কপিল শর্মা শোয়ের বদলে শুরু হতে চলেছে ইন্ডিয়ান লাফটার চ্যাম্পিয়ন। দ্য কপিল শর্মা শোয়ের মতো ওই সেখানেও বিচারকের আসনে থাকবে অর্চনা পূরণ সিং, তার সঙ্গে থাকবেন শেখর সুমন। কপিল শর্মা শো বন্ধের খবরে স্বভাবতই মনখারাপ কপিলের ফ্যানেদের।

দ্য কপিল শর্মা শোতে ক্রুষ্ণা অভিষেক, সুমনা চক্রবর্তী, কিকু সারদা, ভারতী সিংকে দেখা গেছে। জমজমাট এই অনুষ্ঠানের বর্তমানের অন্যতম আকর্ষণ চিঙ্কি-মিঙ্কি নামের যমজ বোন।

চিত্রজগত/টেলিভিশন

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়