বৃহস্পতিবার, ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম

বঙ্গবন্ধু কাপ কাবাডির চ্যাম্পিয়ন বাংলাদেশ

বঙ্গবন্ধু কাপ কাবাডিতে টানটান উত্তেজনার ফাইনালে কেনিয়াকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। একই প্রতিপক্ষকে হারিয়ে গত আসরে প্রথম শিরোপা জিতেছিল লাল-সবুজের দলটি।

শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৪ মার্চ) কেনিয়াকে ৩৪-৩১ পয়েন্টে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছে তুহিন দফাদারের দল। ২০২১ সালে প্রতিযোগিতার প্রথম আসরে কেনিয়াকে ৩৪-২৮ পয়েন্টে হারিয়েছিল বাংলাদেশ।

গ্রুপপর্বে শ্রীলঙ্কার বিপক্ষে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেমিফাইনালে সেই লঙ্কানদের ৪৯-২৯ পয়েন্টে উড়িয়ে শিরোপার মঞ্চে আসে গত আসরের রানার্স আপ কেনিয়া।

অন্যদিকে, ইংল্যান্ডকে ৪৬-১৫ পয়েন্টে হারিয়ে এবারের আসরে দারুণ শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষেও তোলে বড় জয়, হারায় ৫৬-২১ পয়েন্টের ব্যবধানে।

জমজমাট লড়াইয়ে তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৪০-৩৮ পয়েন্টে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে আসে বাংলাদেশ। সেরা চারে ইরাককে ৫৫-৩৬ পয়েন্টে হারায় সাজু রাম গায়াতের শিষ্যরা।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে শুরু থেকে দুদলই লড়েছে সমানে সমান। ১৪ মিনিটে একবার ৯-৫ পয়েন্টে এগিয়ে যায় কেনিয়া। তবে তুহিন দফাদারের নৈপুণ্যে ১৭-১৪ পয়েন্টে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে স্বাগতিক দল।

দ্বিতীয়ার্ধেও লড়াই হয়েছে বেশ। শুরুতে একবার কেনিয়া এগিয়ে গেলেও ২৬ মিনিটে আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। পরে আর ম্যাচে ফিরতে দেয়নি আফ্রিকার দলটিকে। ৩৪-৩১ পয়েন্টের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

চিত্রজগত/কাবাডি

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়