বৃহস্পতিবার, ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম

ফিলিস্তিনের জন্য ঢাকায় কনসার্ট

ফাইল ফটো -- চিত্রজগত.কম

গাজার প্রতি সমর্থন জানিয়ে ঢাকায় ‘টু গাজা ফ্রম ঢাকা’ শীর্ষক চ্যারিটি কনসার্টে গাইবেন ঢাকার সংগীতশিল্পীরা। ২৪ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে কনসার্টের আয়োজন করছে আর্টিস্ট এগেইনস্ট জেনোসাইড।

প্ল্যাটফর্মটির অন্যতম মুখপাত্র সংগীতশিল্পী আহমেদ হাসান সানি আজ রবিবার জানান, এই কনসার্টে অন্তত ১৫টির মতো ব্যান্ড ও সংগীতশিল্পী গান পরিবেশন করবেন। ইতিমধ্যে মাকসুদ ও ঢাকা, নেমেসিস ব্যান্ডের জোয়াদ রেজা চৌধুরী, কার্নিভাল, মাশা ইসলাম, র‍্যাপার সাফায়েত, আসির আরমানকে চূড়ান্ত করা হয়েছে। কয়েক দিনের মধ্যে আরও কয়েকটি ব্যান্ড ও শিল্পীকে চূড়ান্ত করা হবে।

আয়োজকেরা বলছেন, ব্যান্ড ও শিল্পীরা কেউ কোনো পারিশ্রমিক নিচ্ছেন না। কনসার্ট থেকে প্রাপ্ত অর্থের পুরোটাই গাজাবাসীদের জন্য পাঠানো হবে।

আর্টিস্ট এগেইনস্ট জেনোসাইডের মুখপাত্র হিসেবে রয়েছে আহমেদ হাসান সানি, কার্টুনিস্ট মোরশেদ মিশু ও শিল্প নির্দেশক রঞ্জন রব্বানী। কনসার্টের পাশাপাশি আগামী সপ্তাহে ঢাকার অলিগলিতে ‘টু গাজা ফ্রম ঢাকা’ গ্রাফিতি করবেন মোরশেদ মিশু।

চিত্রজগত টডটকম/সঙ্গীত

সংশ্লিষ্ট সংবাদ