প্রেক্ষাগৃহে ‘লকডাউন লাভ স্টোরি’

বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত হয়েছে বিশেষায়িত চলচ্চিত্র ‘লকডাউন লাভ স্টোরি’। শাহ আলম মণ্ডল পরিচালিত এই সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন ইমন-রেহনুমা মোস্তফা। আগামী ২৫ মার্চ সিনেমাটি সারাদেশে মুক্তি পাবে। বিষয়টি নিশ্চিত করেন পরিচালক শাহ আলম মন্ডল।
সিনেমার গল্প প্রসঙ্গে ইমন বলেন, ‘করোনার মধ্যে মানুষের জীবনে কী ধরনের ঘটনা ঘটছে তা দেখানোর চেষ্টা করেছি সিনেমার গল্পে। এছাড়া একটি ভালোবাসার গল্পও দেখানো হয়েছে।’
এরই মধ্যে সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে। দর্শকের অভিজ্ঞতা জানিয়ে ইমন বলেন, ‘সম্প্রতি এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে। যারা সিনেমাটি দেখেছেন তারা সবাই প্রশংসা করেছেন।’
দীর্ঘদিন ধরে সংবাদ পাঠিকা হিসেবে কাজ করছেন রেহনুমা মোস্তফা। এরই মধ্যে নাটকেও অভিনয় করেছেন তিনি। খুব শিগগির তার অভিনীত ‘লকডাউন লাভ স্টোরি’ অ্যাপসেও মুক্তি দেয়া হবে বলে জানিয়েছেন পরিচালক শাহ আলম মন্ডল।
চিত্রজগত/ঢালিউড