রবিবার, ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম

‘পুষ্পা: দ্য রুল’ নির্মাণে খরচ হয়েছে ৪শ’ কোটি!

এ মুহূর্তে দক্ষিণী সিনেমার দাপটে কাঁপছে ভারত। এদিকে দক্ষিণী চলচ্চিত্র সাফল্যের দিশা দেখিয়ে ফের আরেকটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন পুষ্পার নির্মাতা সুকুমার। নিয়ে আসছেন সিনেমাটির সিকুয়্যাল ‘পুষ্পা: দ্য রুল’। বাজেট শুনেই চোখ কপালে ওঠার জোগাড়। ৪০০ কোটি টাকা লাগছে চলচ্চিত্রটির দ্বিতীয় কিস্তির নির্মাণে, যা ১৯৩ কোটির পুষ্পার তুলনায় দ্বিগুন।

সিনেমাটির শ্যুটিংও শুরু হয়েছিল। তবে মাঝপথে বন্ধ করে দিয়েছেন নির্মাতা। কারণ চিত্রনাট্য ভালো লাগছে না তার। তাই আপাতত তিনি ব্যস্ত আছেন গল্প ঘষামাজার কাজে। সিনেমাটির মুক্তির তারিখ হিসেবে ধরা হয়েছে ১৭ই ডিসেম্বর। একই দিনে মুক্তি পেয়েছিল পুষ্পা: দ্য রাইজ।

তবে এবার আমাজন প্রাইম ভিডিও’র প্রতিদ্বন্দ্বী হয়ে মাঠে নেমেছে ডিজনিপ্লাস হটস্টার। তারাও তোড়জোড় শুরু করেছে পুষ্পা: দ্য রুলের সত্ত্ব পেতে। তবে শেষ পর্যন্ত কার ঝুলিতে গিয়ে পড়ে এবারের পুষ্পা তার দেখার অপেক্ষা।

চিত্রজগত/বলিউড

সংশ্লিষ্ট সংবাদ