রবিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম

পুত্র সন্তানের মা হয়েছেন কাজল

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী কাজল আগরওয়াল পুত্রসন্তানের মা হয়েছেন। এর বেশি কোনো তথ্য প্রকাশ করেনি ভারতের বিনোদনভিত্তিক পোর্টাল বলিউড বাবল। অবশ্য কাজলের পক্ষ থেকে কোনো বিবৃতি আসেনি এ প্রসঙ্গে।

গত বছরের ৩০ অক্টোবর কাজল তার দীর্ঘ সময়ের প্রেমিক গৌতম কিচলুকে বিয়ে করেছিলেন। বিয়েতে তাদের পরিবারের কাছের কিছু সদস্য আর ঘনিষ্ঠ বন্ধু হাজির হয়েছিলেন। বিয়ের পর মালদ্বীপে মধুচন্দ্রিমাতে গিয়েছিলেন এই নব দম্পতি। মধুচন্দ্রিমার নানা রোমান্টিক ছবি কাজল সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন।

বিয়ে গত বছর হলেও এ বছরের শুরুতে খবর ছড়ায় মা হচ্ছেন কাজল। পরে গুঞ্জনের মাঝে চলতি বছরের জানুয়ারিতে কাজলের স্বামী গৌতম কিচলু সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানো হয় কাজলের মা হতে যাওয়ার খবর।

কাজলকে সবশেষ হিন্দি সিনেমা ‘মুম্বাই সাগা’য় দেখা গেছে, যেখানে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন জন আব্রাহাম ও ইমরান হাশমি।

চিত্রজগত/বলিউড

সংশ্লিষ্ট সংবাদ