পর্দা নামছে ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪২৯’ এর

আজ পর্দা নামছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ এর আয়োজনে ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪২৯’ এর। পাঁচ দিন ব্যাপী এই আয়োজনের শেষদিন আজ (৯ ফেব্রুয়ারি)। প্রতিবারের মতো উপমহাদেশের প্রথম চলচ্চিত্রকার হীরালাল সেন স্মরণে অনুষ্ঠিত হবে ‘হীরালাল সেন পদক’ প্রদান এবং সমাপনী অনুষ্ঠান।
এবারের আসরে হীরালাল সেন পদকের জন্য মনোনীত চলচ্চিত্রগুলো হল: ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’, ‘সাঁতাও’, ‘দামাল’, ‘বিউটি সার্কাস’ এবং ‘শিমু’।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামান সহ অন্যান্য চলচ্চিত্র কলা কুশলী ও ব্যক্তিবর্গ।
প্রতি বছরের মত এবারও ফেব্রুয়ারি মাসে বাংলা ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে বাংলা ভাষার চলচ্চিত্র নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ এর আয়োজনে আয়োজিত হচ্ছে উৎসব। দুই বাংলার সমসাময়িক ও ধ্রুপদী ১৮টি চলচ্চিত্র, দুটি স্বল্পদৈর্ঘ্য ও দুটি প্রামাণ্যচিত্র নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে উৎসবের ২১ তম আসর।
এবারের আসরে প্রথমবারের মতো সংযুক্ত হয়েছে ‘যুক্তি তক্কো গপ্পো’ নামে উন্মুক্ত আলোচনা পর্ব। গতকালের আলোচনার বিষয় ছিল—’বাংলা চলচ্চিত্রের বাজার ও সাম্প্রতিক প্রবণতা’। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ডকল্যাবের পরিচালক তারেক আহমেদ, চলচ্চিত্র নির্মাতা এন. রাশেদ চৌধুরী এবং চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক আরিফুর রহমান। আলোচনাপর্বে মডারেটর হিসেবে ছিলেন চলচ্চিত্র সংসদকর্মী আসিফ করিম চৌধুরী।
উৎসবের শেষদিন, আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি), সকাল ১০টায় প্রদর্শিত হবে খান আতাউর রহমান পরিচালিত ‘আবার তোরা মানুষ হ’। দুপুর ১ টায় ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ‘চিত্রাঙ্গদা’, দুপুর ৩.৩০ টায় রুবাইয়াত হোসেন পরিচালিত ‘শিমু’ এবং সন্ধ্যা ৬:৩০টায় খন্দকার সুমন পরিচালিত ‘সাঁতাও’ প্রদর্শিত হবে।
‘সীমানা পেরিয়ে’ চলচ্চিত্রের প্রদর্শনের মাধ্যমে পর্দা উঠেছে এবারের আসরের। এছাড়াও প্রদর্শিত হয়েছে ‘আনন্দ অশ্রু’, ‘বিউটি সার্কাস’, ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’, ‘গোলাপী এখন ট্রেনে’, প্রামাণ্যচিত্র ‘শিল্প শহর স্বপ্নলোক’ ও ‘পরবাসী মন আমার’, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঢেউ’ ও ‘দূরে’, ‘হাওয়া’, ‘ইন্টারভিউ’, ‘মন্দ মেয়ের উপাখ্যান’,‘বল্লভপুরের রুপকথা’, এবং ‘দামাল’। উৎসবকে কেন্দ্র করে টিএসসিতে বরাবরের মতই রয়েছে দর্শকদের উপচে পড়া ভিড়।
চিত্রজগত ডটকম/উৎসব