রবিবার, ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম

পরিচালনায় অজয় দেবগণ

ক্যামেরার পিছনে অজয় -- চিত্রজগত.কম

নতুন ছবির শ্যুটিং প্রায় শেষ করে এনেছেন অজয় দেবগণ! সোমবার হঠাৎ ঘোষণা পরবর্তী কাজের।

‘ইউ, মি আউর হম’, ‘শিবায়’ এবং ‘রানওয়ে ৩৪’-এর পর ফের নতুন চমক দিলেন অজয় দেবগণ। হঠাৎ জানালেন, তাঁর নতুন ছবি ‘ভোলা’-র কাজ প্রায় শেষ। আগামী ২০ অগস্ট অন্তিম দৃশ্যের শ্যুট। মূল চরিত্রে অভিনয়ের পাশাপাশি পরিচালকের ভূমিকাতেও অজয়। নায়িকা তব্বু।

গত এপ্রিলেই ‘রানওয়ে ৩৪’ মুক্তি পেয়েছে। দু’মাস যেতে না যেতে নতুন ছবির শ্যুটিং শেষ! কী ভাবে সম্ভব হল? জিজ্ঞেস করতে অভিনেতা মুখে রহস্যময় হাসি নিয়ে জানান, পরিকল্পনামাফিক আগে থেকেই কাজ এগিয়ে রেখেছিলেন। তাঁর কথায়, ‘ক্যামেরার পিছনে এসে তিনটি ম্যাজিকাল শব্দ— লাইট, ক্যামেরা, অ্যাকশন বলতে আর কতক্ষণ!’

২০১৯ সালে মুক্তি পাওয়া তামিল ব্লকবাস্টার ‘কাইথি’-র রিমেক হতে চলেছে ‘ভোলা’। লোকেশ কানারাজ পরিচালিত মূল ছবিটি অ্যাকশন থ্রিলার ছিল। অজয় জানান, এটিও একটি আবেগঘন ছবি যেটি ২০২৩ সালের ৩০ মার্চ মুক্তি পাবে। তবে ‘ভোলা’-র চিত্রনাট্যে কোথায় কোন অদলবদল, সে নিয়ে এখনও মুখ খোলেননি তিনি।

চিত্রজগত/সিনেমা

সংশ্লিষ্ট সংবাদ