পদক দিয়ে বাথরুমের দরজার হাতল বানিয়েছি: নাসিরুদ্দিন শাহ

বেফাঁস মন্তব্যের জন্য প্রায়ই খবরের শিরোনাম হন বলিউডের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ। এবার তিনি বললেন, ফিল্মফেয়ার থেকে তাকে যেসব পদক দেওয়া হয়েছে সেগুলো দিয়ে তিনি খামারবাড়ির বাথরুমের দরজার হাতল বানিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন নাসিরুদ্দিন।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, দীর্ঘদিন ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত নাসিরুদ্দিন। দারুণ অভিনয়ের কারণে বহু পদক জিতেছেন তিনি। এর মধ্যে রয়েছে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও।
সম্প্রতি লালানটপকে দেওয়া এক সাক্ষাৎকারে নাসিরুদ্দিন বলেন, বিভিন্ন সময় পাওয়া বিভিন্ন পদক তিনি সিরিয়াসলি নেন না। তিনি মনে করেন, তদবির করে এসব পদক নেওয়া যায়। নাসিরুদ্দিন শাহ বলেন, ‘কোনো অভিনেতা যদি তার চরিত্র ঠিকঠাক ফুটিয়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করেন তাহলেই তিনি ভালো অভিনেতা। কিন্তু আপনি যখন তাদের মধ্য থেকে একজনকে বেছে নিয়ে বলেন, এ হচ্ছে সেরা অভিনেতা। তাহলে এটি কি ন্যায্য হলো? এসব পদক পেয়ে আমি গর্ববোধ করি না। সর্বশেষ দুইবার আমি পদক নিতেও যায়নি।’
এ পর্যন্ত যেসব পদক পেয়েছেন সেগুলো খামারবাড়িতে কাজে লাগিয়েছেন বলে জানান নাসিরুদ্দিন। তিনি বলেন, ‘আমার খামারবাড়ির বাথরুমের দরজার হাতল বানিয়েছে এসব পদক দিয়ে। কেউ সেখানে গেলে এক দিনে দুইটি পদক স্পর্শ করতে পারবেন।’
এ পর্যন্ত তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন নাসিরুদ্দিন। ফিল্মফেয়ার পদকও পেয়েছেন তিনবার।
চিত্রজগত ডটকম/বলিউড