বৃহস্পতিবার, ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম

নেটমাধ্যমে মৌনির উত্তাপ

নেট দুনিয়ায় ভাইরাল বাঙালি অভিনেত্রী মৌনি রায় -- চিত্রজগত.কম

বলিউডের হার্টথ্রব বাঙালি অভিনেত্রী মৌনি রায়। এ বছরের শুরুতেই সূরজ নাম্বিয়ারের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন তিনি। তবে বিয়ের পর অন্য তারকারা মিডিয়ার একটু আড়ালে থাকলেও মৌনির ক্ষেত্রে তার বিপরীত। একের পর এক ফটোশ্যুট করে নেট দুনিয়া মাত করে রাখছেন তিনি।

সম্প্রতি ইনস্টাগ্রামে কিছু ছবি শেয়ার করেছেন এই অভিনেত্রী। সোনালি রঙের শিমারি গাউনে নজর কেড়েছেন তিনি। পোশাকের সঙ্গে সঙ্গে হাতে যে স্টোলটি আছে, তাতে মৌনির ফ্যাশন সেন্স স্পষ্ট। পোশাকের পাশাপাশি চুল আর মেকআপের সমন্বয় তার সৌন্দর্যে যেন বিশেষ মাত্রা যোগ করেছে বলে মন্তব্য নেটিজেনদের।

ছবিতে মৌনি রায়ের কিলার লুক সবার নজরে এসেছে। অভিনেত্রী কখনও ক্যামেরার দিকে তাকিয়ে আছেন তো কখনও অন্যদিকে তাকিয়ে আছেন যা সত্যি সত্যি বিশেষ এক মাত্রা যোগ করেছে। বিয়ের পরে মৌনি রায়ের রূপের জেল্লা যেন ছড়াচ্ছে আলো। ভক্তদের কমেন্টে তাই প্রকাশ পেয়েছে।

এই অভিনেত্রীর বিভিন্ন পোজের ছবি ইতোমধ্যে ভাইরাল নেট দুনিয়ায়। সবকিছু মিলিয়ে মৌনি রায় যখনই সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু আপলোড করেন ঠিক তখনই যেন এক আলাদা মাত্রা সৃষ্টি হয়।

চিত্রজগত/চলচ্চিত্র

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়