শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম

নিউজিল্যান্ড সফরে যাচ্ছে নারী ক্রিকেটাররা

বাংলাদেশ নারী ক্রিকেট দল -- চিত্রজগত.কম

নিউজিল্যান্ডের বিপক্ষে সেদেশে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। হ্যাগলি ওভালে স্বাগতিকদের বিপক্ষে দোসরা ডিসেম্বর টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে সিরিজ শুরু করবে সালমা-জাহানারারা।

বাকী দুই ম্যাচ অনুষ্ঠিত হবে চৌঠা ও ৭ই ডিসেম্বর। এরপর তিনদিন বিরতি দিয়ে ১১ই ডিসেম্বর ওয়েলিংটনের ব্যাসিন রিজার্ভ স্টেডিয়ামে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ।

দ্বিতীয় ম্যাচে ১৪ ডিসেম্বর ম্যাকলিন পার্কে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে টাইগ্রেসরা। তিন দিন বিরতি দিয়ে সিডন পার্কে ১৮ই ডিসেম্বর সিরিজের শেষ ওয়ানডে ম্যাচ খেলে দেশে ফিরবে বাংলাদেশ দল।

চিত্রজগত/ক্রিকেট

সংশ্লিষ্ট সংবাদ