নাম পাল্টে মুক্তি পাচ্ছে ‘মেইড ইন বাংলাদেশ’

সিনেমাটি নির্মাণ করেছেন রুবাইয়াত হোসেন। ২০১৯ সালে টরেন্টো ফিল্ম ফ্যাস্টিভ্যালে প্রথম প্রদর্শিত হয় সিনেমাটির। বিভিন্ন উৎসব ঘুরে এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। তবে নাম বদল করে রাখা হয়েছে ‘শিমু’।
‘মেইড ইন বাংলাদেশ’ থেকে নাম বদল কেন? সে কারণ জানালেন নির্মাতা রুবাইয়াত হোসেন। তিনি বলেন, ‘জানুয়ারিতে মুক্তির কথা ছিল। কিন্তু কোভিডের কারণে আমরা পিছিয়ে গেলাম। শুরুতে আমাদের সিনেমার নাম ‘শিমু’ ছিল। পরে তার পরিবর্তন করে ‘মেইড ইন বাংলাদেশ’ রাখা।’
সিনেমার আলোচিত চরিত্র ‘শিমু’। এ চরিত্রে অভিনয় করেছেন রিকিতা নন্দিনি। গল্পে শিমু দেশের শ্রমজীবী নারীদের প্রতিনিধি। নির্মাতার ভাষায়, ‘শিমু অনেক কিছুর বিরুদ্ধে যুদ্ধ করে। অনেক ফোর্সের বিরুদ্ধে, তাও সে নিরাশ হয় না। শিমু চেষ্টা চালিয়ে যায়, যতক্ষণ না সে সফল হচ্ছে।’
বাছাইকৃত কয়েকটি হলে মুক্তি দেওয়া হবে ‘শিমু’। ১১ মার্চ মুক্তি পাচ্ছে এটি। এরই মধ্যে মুক্তির অনুমতি পেয়েছে সিনেমাটি। কিছু সংশোধন করার পর ‘শিমু’কে ছাড়পত্র দিয়েছে সেন্সরবোর্ড। নারী শ্রমিক আর তরুণ দর্শকদের সিনেমা হলে এসে সিনেমাটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন নির্মাতা রুবাইয়াত।
চিত্রজগত/ঢালিউড