নাট্যচর্চা কেন্দ্রের প্রযোজনায় আজ ও আগামিকাল ‘পীরচাঁনের পালা’

আজ বৃহস্পতিবার ও শুক্রবার সন্ধ্যা ৭টায় এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে পরিবেশিত হবে শব্দ নাট্যচর্চা কেন্দ্রের প্রযোজনা ‘পীরচাঁনের পালা’।
এই নাটকের কেন্দ্রীয় চরিত্রে পল্লী বাংলার যুবক (শাকিল) পীরচাঁন, যার জীবন আশৈশব বঞ্চনায় পূর্ণ। জন্মেই হারালেন পিতাকে, ভিটে মাটির তিন ভাগের দেড় ভাগ কেড়ে নিলো যমুনার বান। বাকি দেড় আনা খাজনা বকেয়ার কারণে দেওয়ানের কাছে বন্দি। শেষ অবলম্বন তার দারিদ্র্য নিমজ্জিত ক্ষয়িষ্ণুপ্রায় মা (রুশনী) আসিয়াকে নিয়ে, নরওয়ের নাট্যকার হেনরিক ইবসেনের ‘পিয়ের গিন্ট’ নাটকের আশ্রয়ে বাংলাদেশের নাট্যকার সৈয়দ শামসুল হক রচনা করেছেন ‘পীরচাঁনের পালা’।
নাটকটির নির্দেশনা দিয়েছেন, খোরশেদুল আলম। অভিনয়ে থাকবেন: পীরচাঁন: শাকিল, আসিয়া: রুশনী, চন্দনা। সোহাগী: নুসরাত, তাহা। আসমত: সাহেদ, পারভেজ প্রমুখ।
চিত্রজগত ডটকম/মঞ্চ নাটক