বৃহস্পতিবার, ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম

নাগরিকের নতুন কমিটি, নেতৃত্বে আসাদুজ্জামান নূর ও সারা যাকের

নতুন কমিটি গঠন করেছে দেশের অন্যতম নাট্যসংগঠন নাগরিক নাট্য সম্প্রদায়। ছবি: সংগৃহীত -- চিত্রজগত.কম

নতুন কমিটি গঠন করেছে দেশের অন্যতম নাট্যসংগঠন নাগরিক নাট্য সম্প্রদায়। কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন আসাদুজ্জামান নূর এবং সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করবেন সারা যাকের। সম্প্রতি নাট্যদলটির সভায় নতুন কার্যনির্বাহী পর্ষদ গঠন করা হয়। এই কমিটি আগামী তিন বছর দলের নেতৃত্বে থাকবে।

নবগঠিত কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন অভিনয়শিল্পী আবুল হায়াত। এ ছাড়া নিমা রহমান, ফারুক আহমেদ, নাসিরুল হক খোকন আছেন সহসভাপতি হিসেবে।

আব্দুর রশিদ কোষাধ্যক্ষ, মো. ফখরুজ্জামান চৌধুরী সাংগঠনিক ও দপ্তর সম্পাদক, পান্থ শাহরিয়ার প্রশিক্ষণ সম্পাদক এবং মোস্তাফিজ শাহীন প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন।

নির্বাহী সদস্য হিসেবে আছেন খালেদ আনোয়ার, এম এস আলী বিপ্লব, হারুনূর রশিদ, অম্লান বিশ্বাস, শরীফ, মোস্তাফিজুর রহমান, নায়লা তারান্নুম চৌধুরী কাকলি ও ফারহিন খান জয়িতা।

চিত্রজগত ডটকম/মঞ্চ

সংশ্লিষ্ট সংবাদ