শুক্রবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম

নতুন শিল্পী নিচ্ছে বিটিভি

ফাইল ফটো -- চিত্রজগত.কম

বেশ কয়েকটি ক্যাটাগরিতে নতুন শিল্পী নেবে দেশের একমাত্র সরকারি টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। নতুন শিল্পীদের তালিকাভুক্ত করার প্রক্রিয়া শুরু করেছে তারা। যেসব ক্যাটাগরিতে তারা শিল্পী নেবেন সে তালিকায় আছে পল্লীগীতি, আধুনিক গান, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, উচ্চাঙ্গসংগীত, দলীয়সংগীত, সুরকার ও সংগীত পরিচালক।

জানা যায়, আগামী ১ সেপ্টেম্বর থেকে এসব ক্যাটাগরিতে আনুষ্ঠানিকভাবে অডিশন শুরু হবে। তবে এই তালিকাভুক্তি শুধু ঢাকা কেন্দ্রের বলে জানায় বিটিভির একটি সূত্র।

উল্লেখ্য, আগামী ২০ আগস্টের মধ্যে বিটিভির ওয়েবসাইট (www.btv.gov.bd) থেকে তালিকাভুক্তির আবেদনপত্র সংগ্রহ করে ঢাকা কেন্দ্রের জেনারেল ম্যানেজারের কার্যালয়ে জমা দিতে হবে। তারপর নিজ নিজ ক্ষেত্রে স্বনামধন্য ও গুণী সংগীতজ্ঞরা বিচারক হিসেবে উপস্থিত থেকে আবেদন করা শিল্পীদের অডিশন নেবেন। সেই অডিশনের পরই চূড়ান্ত হবে শিল্পীদের তালিকাভুক্তি।

চিত্রজগত ডটকম/টেলিভিশন

সংশ্লিষ্ট সংবাদ