রবিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম

দেশবরেণ্য চলচ্চিত্র গ্রাহক মাহফুজুর রহমান খান এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

দশবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া গুণী চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০১৯ সালের ৬ ডিসেম্বর ৭০ বছর বয়সে মারা যান তিনি।

এর আগে দীর্ঘদিন ডায়াবেটিস ও ফুসফুসের রোগে ভুগছিলেন। মূলত ২০০১ সালে তার প্রিয়তমা সহধর্মিণী মারা যাওয়ার পর ধীরে ধীরে অসুস্থতায় পড়েন তিনি।

পেশাদার চিত্রগ্রাহক হিসেবে মাহফুজুর রহমান খান ১৯৭২ সালে প্রথম চলচ্চিত্রে কাজ করেন। তিনি আলমগীর কবির, আলমগীর কুমকুম, হুমায়ুন আহমেদ, শিবলি সাদিকের মতো চলচ্চিত্র পরিচালকদের সঙ্গে কাজ করেছেন। বিশেষ করে হুমায়ূন আহমেদ পরিচালিত প্রায় সব চলচ্চিত্রের চিত্রগ্রাহক ছিলেন তিনি।

তার চিত্রগ্রহণে উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে- আমার জন্মভূমি, অভিযান, মহানায়ক, চাঁপা ডাঙ্গার বউ, ঢাকা ৮৬, অন্তরে অন্তরে, পোকা মাকড়ের ঘর বসতি, আনন্দ অশ্রু, শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারী, চন্দ্রকথা, নন্দিত নরকে, হাজার বছর ধরে, বৃত্তের বাইরে এবং ঘেটুপুত্র কমলা।

চিত্রজগত/আর.কে

সংশ্লিষ্ট সংবাদ