রবিবার, ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম

দশ বছরেও প্রেম আগের মতোই জমজমাট

দশ বছরের সম্পর্ক। বিয়েরও প্রায় চার বছর। প্রেমিকা দীপিকা পাড়ুকোনকে ফিরে দেখলেন রণবীর সিংহ। -- চিত্রজগত.কম

দ-শ বছর তাঁরা একসঙ্গে। প্রেমে হাবুডুবু খেয়ে বিয়ের পিঁড়িতে। সে-ও তো চার বছর হতে চলল! দীপিকা পাড়ুকোনেই এখনও পুরোপুরি মজে রণবীর সিংহ। পুরনো প্রেমিকাকে ফিরে দেখলেন এক সাক্ষাৎকারে।

সদ্য ‘বাজিরাও মস্তানি’তে জুটিতে কাজ করেছেন তখন। ছবির প্রচারে যুগলেই বসেছিলেন মুম্বই সংবাদমাধ্যমের সামনে। তাঁদেরই অনুরোধে দীপিকাকে জড়িয়ে ধরেন রণবীর। ব্যস! অভিনেতার কথায়,‘দীপিকা নিমেষে চটে লাল! চোখ পাকিয়ে আমায় বলল, এ ভাবেই কি জড়িয়ে ধরবে নাকি! আমিও কাঁচুমাচু’

মুম্বই সংবাদমাধ্যমকে দেওয়া ওই সাক্ষাৎকারে দাম্পত্যের গল্পও শুনিয়েছেন রণবীর। বলেছেন, ‘বৌ দীপিকা যেন টক-ঝাল-মিষ্টির জমাটি মিশেল। এই মিষ্টি প্রেমে জড়িয়ে, এই রেগে লাল। কখনও বা ঝগড়া করেই আরও কাছাকাছি। দশ বছর পরেও এখনও এতটুকু পুরনো হয়নি আমাদের এই রসায়ন। চার বছর সংসার করে ফেলেছি। তবু রোজ দীপিকা রোজ নতুন করে চমকে দেয় আমায়। প্রিয় বন্ধু, প্রেমিকা, জীবনসঙ্গী-ও-ই এখনও আমার সব কিছু!’

২০১৮ সালের নভেম্বরে সাতপাক ঘুরেছিলেন দু’জনে। এখনও সে প্রেম আগের মতোই জমজমাট। রণবীরের এমন উপচে পড়া ভালবাসাই তার প্রমাণ!

সংশ্লিষ্ট সংবাদ