সোমবার, ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম

দর্শকসমাদৃত চলচ্চিত্র ‘রেহানা মরিয়ম নূর’

আগামী শুক্রবার আরও ৫টি হলে মুক্তি পাচ্ছে

গত শুক্রবার (১২ নভেম্বর) দেশের ১০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘রেহানা মরিয়ম নূর’। ঢাকার বাইরের দর্শকদের জন্য সুখবর, আগামী শুক্রবার (১৯ নভেম্বর) বিভিন্ন জেলার আরও অন্তত পাঁচটির বেশি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ছবিটি।

সিনেমাটির নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু বলেন, ‘মাত্র চার দিন হলো মুক্তি পেয়েছে ‘রেহানা মরিয়ম নূর’। ইতিমধ্যে হলগুলো থেকে ভালো সাড়া পাচ্ছি আমরা। ছয়-সাতটি সিনেমা হল কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়েছে। আরও অনেকের সঙ্গেই আমাদের আলোচনা চলছে। হলগুলোর নাম এখনই বলতে চাই না। তবে আগামী সপ্তাহে বর্তমান সিনেমা হলগুলোর সঙ্গে আরও পাঁচটির বেশি সিনেমা হলে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে “রেহানা”র। এই সংখ্যা বৃহস্পতিবারে আরও বাড়তে পারে। সবার ভালোবাসা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।’

সিনেমাটি মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা। বেশির ভাগ দর্শকই সিনেমাটি নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন বলে জানান এহসান। তিনি বলেন, ‘আলোচনা-সমালোচনা থাকবেই। কেউ ভালো বলবেন। কেউ বলবেন মোটামুটি ভালো লেগেছে। সবার মতামতকেই আমরা গুরুত্ব দিচ্ছি। আমাদের টিম বিভিন্ন হল থেকে দর্শকদের ভিডিও মন্তব্য সংগ্রহ করছে। অনেক মন্তব্যেই “রেহানা” নিয়ে আবেগের কথা বলেছেন দর্শক। দর্শক প্রতিক্রিয়ায় এখন পর্যন্ত আমরা খুশি।’

১২ নভেম্বর ১০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘রেহানা’। সিনেমাটি পরিচালনা করেছেন আবদুল্লাহ মোহাম্মদ সাদ। বাংলাদেশের প্রথম সিনেমা হিসেবে ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের ‘আ সার্তেঁ রিগা’ বিভাগে অংশ নেয় ‘রেহানা’।

চিত্রজগত/ঢালিউড

সংশ্লিষ্ট সংবাদ