তাহসানের বিয়ে?

দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসান নাকি আবার বিয়ে করতে চলেছেন!
সূত্রের খবর অনুযায়ী, ঢাকার বনানীতে এক রেস্তরাঁতে প্রায়ই নাকি এক সংবাদ পাঠিকার সঙ্গে দেখা যাচ্ছে তাহসানকে। এও শোনা যাচ্ছে যে, সেই সংবাদ পাঠিকার সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে তাহসান এতটাই সিরিয়াস যে বিয়ের পরিকল্পনাও নাকি তিনি শুরু করে দিয়েছেন।
এমনও শোনা যায় যে, সে নাকি তাহসানের জীবনের ‘স্পেশাল পার্সন’। আবার কেউ বলছেন, এ নেহাতই গুঞ্জন। কাজের জন্যই সেই সংবাদ পাঠিকার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তাহসান।
তারপরও অনুরাগীদের মধ্যে জল্পনা থামছেই না, যদিও পুরো ঘটনা নিয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি সংগীতশিল্পী তাহসান নিজে। তবে এটা সত্যি নাকি পুরোটাই গুজব, সেটা সময়ই বলবে।
উল্লেখ্য দীর্ঘ ১১ বছর মিথিলার সঙ্গে সংসারের পর ২০১৭ সালে যৌথভাবে বিবাহবিচ্ছেদের ঘোষণা করেন তাহসান-মিথিলা জুটি।
এরপর ২০১৯ সালের ৬ ডিসেম্বরে পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা।
চিত্রজগত/গুঞ্জন