শুক্রবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম

তারকাদের মধ্যে এবার সেরা করদাতা হলেন যারা

ঘোষিত হয়েছে ২০২০-২১ করবর্ষে সেরা করদাতাদের তালিকা। এবার অভিনয় ও সংগীত বিভাগে সেরা করদাতার মর্যাদা পেয়েছেন ছয় জন তারকা।

বুধবার (১৭ নভেম্বর) রাতে প্রকাশিত এক গেজেটে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। যেখানে অভিনেতা ও অভিনেত্রী ক্যাটাগরিতে সেরা করদাতার মর্যাদা পেলেন সুবর্ণা মুস্তাফা, বিদ্যা সিনহা মিম ও বাবুল আহমেদ।

এছাড়া শিল্পী (গায়ক-গায়িকা) ক্যাটাগরিতে সেরা করদাতা নির্বাচিত হয়েছেন তাহসান রহমান খান, এসডি রুবেল ও কুমার বিশ্বজিৎ।

ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর সাংবাদিক ক্যাটাগরিতে শীর্ষ করদাতা নির্বাচিত হয়েছেন। এই ক্যাটাগরিতে একই প্রতিষ্ঠানের পরিচালক এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল মুকিত মজুমদার দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছেন।

ভ্যাট দিবসকে সামনে রেখে জাতীয় রাজস্ব বোর্ড সেরা করদাতা এবং প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছে। ডিসম্বরের ১০ তারিখে সেরা করদাতাদের হাতে পুরস্কার তুলে দেবে এনবিআর।

চিত্রজগত/ভিন্ন খবর

সংশ্লিষ্ট সংবাদ