ঢাকায় আসছেন শিল্পা শেঠি

বলিউডের তারকা অভিনেত্রী শিল্পা শেঠি দ্বিতীবারের মতো ঢাকায় আসছেন। এর আগে ২০১৬ সালেও ঢাকায় এসেছিলেন তিনি। তখন ‘প্যাসন ফর ফ্যাসন’ শিরোনামের একটি ফ্যাশন শোতে অংশ নেওয়ার জন্য ঢাকায় এসেছিলেন এই অভিনেত্রী।
আবারও ঢাকায় আসার বিষয়টি এক ভিডিও বার্তার মাধ্যমে শিল্পা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আগামী ২৮ জুলাই ‘মিরর প্রেজেন্ট বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড’ অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হয়ে উপস্থিত থাকবেন শিল্পা শেঠি। অনুষ্ঠানে সেরাদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেবেন তিনি।
চিত্রজগত/ভিন্ন খবর