বৃহস্পতিবার, ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম

চুম্বনরত জয়া ও অনির্বাণ, দশম অবতারে কিসের ইঙ্গিত

ছবি: সংগ্রহ -- চিত্রজগত.কম

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, ঢালিউডের সিনেমার চেয়ে টালিউডের সিনেমায় তার ব্যস্ততা বেশি। কিছু দিন আগেই পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে তার ‘অর্ধাঙ্গিনী’ সিনেমা। সিনেমাটি দিয়ে বেশ প্রশংসা পেয়েছেন অভিনেত্রী। এরপরই কিছু দিন ধরে শোনা যাচ্ছে নতুন ছবি ‘দশম অবতার’-এর কথা। যে ছবিটি দিয়ে পাঁচ বছর পর সৃজিত মুখার্জির পরিচালনায় কাজ করেছেন অভিনেত্রী। শনিবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশ হয়েছে ছবিটির ট্রেলার।

টালিউডে সৃজিত মুখার্জির সিনেমার আলাদা কদর রয়েছে। আর সেই ছবি যদি হয় নন্দিত সিনেমা ‘বাইশে শ্রাবণ’ ও ‘ভিঞ্চি দা’র সূত্র ধরে; তাহলে তো কথাই নেই। সৃজিতের এই ছবিটি নিয়ে কলকাতার দর্শকের মনে বিরাজ করছে বাড়তি আগ্রহ ও উচ্ছ্বাস। শনিবার ছবিটির প্রায় সোয়া তিন মিনিট দৈর্ঘ্যের ট্রেলার প্রকাশ করা হয়েছে। যার পুরো ঝলকজুড়ে রয়েছে খুনের রহস্য। আঁচ করা যাচ্ছে, কোনো এক ব্যক্তি নিজেকে ভগবান বিষ্ণুর দশম অবতার মনে করে একের পর এক খুন করে চলেছে। আর তাকেই খুঁজে বের করার মিশনে নামেন পুলিশ কর্মকর্তা প্রবীর রায়চৌধুরী ও ইনস্পেক্টর পোদ্দার।

ট্রেলারের প্রায় পুরোটাই রহস্যের চাদরে মুড়ে রাখা হয়েছে। তবে এক দৃশ্যে প্রেমের উপস্থিতিও পাওয়া গেল। যেখানে জয়া আহসান ও পোদ্দার তথা অনির্বাণ ভট্টাচার্যকে চুম্বনরত অবস্থায় দেখা গেছে।

গত শনিবার ছিল সৃজিতের জন্মদিন। এ উপলক্ষেই প্রকাশ করা হয়েছে ‘দশম অবতার’-এর ট্রেলার। ছবিটি নিয়ে ভারতীয় গণমাধ্যমে সৃজিত বলেছেন, ‘এটা সত্যিই রিইউনিয়নের মতো। সব চরিত্রের লুকের ধারাবাহিকতা রয়েছে এ ছবিতেও। আর পুরো ছবিটাই তো আমার মাথায় আছে। মনিটরে বসলেই আমি বুঝতে পারি কী চাই, কী চাই না। চোখের সামনে দেখতে পাচ্ছি, ছবিটা জমে গেছে।’

সৃজিতের কথায় স্পষ্ট, ছবিটি নিয়ে তিনি বেশ আত্মবিশ্বাসী। তবে সেই আত্মবিশ্বাস কতখানি সফল হয়, তা প্রমাণ হবে আগামী ১৯ অক্টোবর। দুর্গাপূজা উপলক্ষে সে দিনই প্রেক্ষাগৃহে উঠবে ছবিটি।

চিত্রজগত ডটকম/সিনেমা

সংশ্লিষ্ট সংবাদ