চলচ্চিত্র শিল্পী সমিতিতে সদস্যপদ ফিরে পেয়েছেন ১০৩ জন

চলচ্চিত্র শিল্পী সমিতির পূর্ণ সদস্য পদ হারানো ১৮৪ জনের মধ্যে পদ ফিরে পেয়েছেন ১০৩ জন। ফলে তারা আবারও ভোটাধিকারসহ অন্যান্য সুবিধা পাবেন। বুধবার (৬ এপ্রিল) সন্ধ্যায় শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্যদের মিটিংয়ে এ সিদ্ধান্তের কথা জানান শিল্পী সমিতির সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
তিন বছর আগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে পূর্ণ সদস্যপদ হারান ১৮৪জন শিল্পী। তারপর দুই বছরেরও বেশি সময় তাদের আন্দোলন ছিল সদস্যপদ ফিরে পাওয়ার।
এই শিল্পীদের পদ ফিরিয়ে দিতে আদালতের আদেশ এসেছিল ফেব্রুয়ারি মাসেই। সেই আদেশেই বুধবার শিল্পী সমিতির সদস্যদের তালিকায় যুক্ত হলেন ১০৩জন। হারানো পদ ফিরে পেয়ে উচ্ছ্বসিত এই শিল্পীরা করেন মিষ্টি বিতরণ।
এদিকে, দ্বিতীয়বারের মতো বসা কার্যনির্বাহী সদস্যদের মিটিংয়ে শপথ নেন রিয়াজ। চিত্রনায়িকা রোজিনার পদত্যাগ করায় কমিটিতে সদস্য হিসেবে ঢুকলেন তিনি।
কার্যনির্বাহী কমিটির মিটিং এ শিল্পীদের মাসব্যাপী ইফতার আয়োজন, পহেলা বৈশাখ উদযাপন ও আগামী ২৩এপ্রিল শিল্পী সমিতির ইফতার পার্টি নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
চিত্রজগত/চলচ্চিত্র