বৃহস্পতিবার, ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম

চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাহউদ্দীন জাকীর মৃত্যুতে তথ্য মন্ত্রী ও সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক

একুশে পদকপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা, বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ সালাহউদ্দীন জাকীর মৃত্যুতে তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় তথ্য মন্ত্রী বলেন, স্ক্রিপ্ট রাইটার ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাপরিচালক জাকী তার কাজের মাধ্যমে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

শোক বার্তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, সৈয়দ সালাহউদ্দীন জাকী ছিলেন একাধারে চলচ্চিত্র নির্মাতা, কাহিনীকার, সংলাপ রচয়িতা, চিত্রনাট্যকার ও লেখক। তিনি তাঁর সৃষ্টিকর্মের মধ্য দিয়ে স্মরণীয় হয়ে থাকবেন।

তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, সৈয়দ সালাহউদ্দীন জাকী (৭৭) সোমবার দিবাগত রাত আনুমানিক ১১ টা ৫৩ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

চিত্রজগত ডটকম/শোক সংবাদ

সংশ্লিষ্ট সংবাদ