শুক্রবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম

চলচ্চিত্রে কানিজ সুবর্ণা

সিনেমা জগতে পা রাখলেন গায়িকা কানিজ সুবর্ণা। পপ গান দিয়ে রাতারাতি খ্যাতি পেয়েছিলেন তিনি। তবে ২০০৮ সালে ব্যান্ড তারকা হামিন আহমেদকে বিয়ে করার পর থেকে খুব একটা দেখা যায়নি তাকে।

সম্প্রতি রাজধানীর অদূরে পূবাইলের একটি শুটিং হাউজে শুরু হয়েছে সিনেমাটির শুটিং।

সিনেমাটির নাম ‘সুবর্ণভূমি’। এতে শেফালী চরিত্রে দেখা যাবে এই সজ্ঞীত শিল্পীকে।
সিনেমাটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন জাহিদ হোসেন।

এ প্রসঙ্গে কানিজ সুবর্ণা বলেন, ‘মূলত কুদরত-ই-খুদা মামা এবং জাহিদ হোসেন মামার ইচ্ছেতেই আমার এই সিনেমায় অভিনয় করা। গল্প এবং চরিত্রটি সম্পর্কে জানার পর খুব আগ্রহ নিয়েই কাজটি করেছি। জানি না কেমন করতে পেরেছি, তবে আমার চেষ্টার কোন কমতি ছিল না।’

তিনি আরও করেন, ‘এর আগে আমি একটি সিনেমার আইটেম সং-এ পারফর্ম করেছিলাম। তবে চলচ্চিত্রতো বিশাল একটি ব্যাপার। আমি ব্যক্তিগতভাবে খুব নার্ভাস। তবে চেষ্টা করছি। বাকিটা দর্শক ভালো বলতে পারবেন।’

২০০৮ সালের ২২ এপ্রিল হামিন আহমেদকে বিয়ে করেন কানিজ সুবর্ণা। তার দুই সন্তান আয়মান আমির আহমেদ ও আজমান আরিয়ান আহমেদ। সর্বশেষ ২০১৬ সালে প্রকাশ পায় কানিজ সুবর্ণা গান ‘সাড়া দাও না’।

চিত্রজগত/চলচ্চিত্র

সংশ্লিষ্ট সংবাদ