‘ক্রিকেটাররা গাড়ি না যে, পেট্রোল দিলেই চলতে থাকবে’

‘ক্রিকেটাররা গাড়ি না যে, পেট্রোল দিলেই চলতে থাকবে।’ এভাবেই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির ব্যস্ত শিডিউলকে দোষারোপ করেছেন সদ্যই ওয়ানডে থেকে অবসর নেয়া বেন স্টোকস।
মঙ্গলবার (১৯ জুলাই) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের প্রথম ম্যাচটি ওয়ানডে ফরম্যাটে ছিল স্টোকসের শেষ ম্যাচ। অবসরের বিবৃতিতে স্টোকস বলেছিলেন, ভয়ঙ্কর আন্তর্জাতিক সময়সূচীতে তার পক্ষে তিনটি ফরম্যাটে খেলা অসম্ভব হয়ে পড়ছে।
বিবিসির কাছে এক সাক্ষাৎকারে স্টোকস বলেছেন, যত বেশি খেলা হয়, ক্রিকেটের জন্য সেটি ততই ভালো। তবে আপনি এমন একটি পণ্য চান যা সর্বোচ্চ মানের। আপনি চান সেরা খেলোয়াড়রা যতটা সম্ভব সব সময় খেলুক।
স্টোকস আরও বলেন, এটা শুধু আমি বা আমরা নই, পুরো ক্রিকেট বিশ্বেই এখন এটি ঘটছে। বর্তমানে দলগুলো সিরিজভেদে খেলোয়াড়দের বিশ্রাম দিচ্ছে। যাতে তারা উপযুক্ত বিরতি পায়। আমরা গাড়ি নই যে, আপনি পেট্রোল দিবেন আর আমরা চলতে থাকব।
চিত্রজগত/ক্রিকেট