সোমবার, ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম

কেকের মৃত্যুতে মামলা, মাথায় ও মুখে আঘাতের চিহ্ন

কলকাতার অনুষ্ঠানে গাইতে এসে মারা যান ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী কৃষ্ণকুমার কুন্দন ওরফে কেকে। ইতোমধ্যে গায়কের মৃত্যুতে কলকাতার নিউমার্কেট থানায় মামলা হয়েছে। কলকাতার অনুষ্ঠানে যারা কেকের সঙ্গী হয়ে এসেছিলেন, তারাই আজ বুধবার (১ জুন) অস্বাভাবিক মৃত্যুর মামলা করেছেন। খবর আনন্দবাজার পত্রিকার।

পুলিশ সূত্রের খবর, কেকের মাথায় ও মুখে আঘাতের চিহ্ন ছিল। তার মৃত্যুর আসল কারণ জানতেই এসএসকেএম হাসপাতালে ময়নাতদন্ত করা হচ্ছে। চিকিৎসকরা জানান, গায়ককে মৃত অবস্থাতেই হাসপাতালে আনা হয়েছিল। তাদের ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়েই মারা গেছেন কেকে।

প্রয়াত গায়ক যে হোটেলে উঠেছিলেন ওই হোটেলের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। হোটেলের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়াও নজরুল মঞ্চে ওই অনুষ্ঠানের আয়োজকদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।

কলকাতার অনুষ্ঠানে গাইতে এসে মারা যান ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী কৃষ্ণকুমার কুন্দন ওরফে কেকে। মরদেহ নিতে ছেলেকে সঙ্গে নিয়ে আজ বুধবার ৯টার দিকে সকালে কলকাতায় এসে পৌঁছালেন কেকে-র স্ত্রী জ্যোতি। সেখান থেকে সোজা একবালপুরের বেসরকারি হাসপাতালে যান জ্যোতি এবং নকুল।

চিত্রজগত/সঙ্গীত

সংশ্লিষ্ট সংবাদ