সোমবার, ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম

কান চলচ্চিত্র উৎসব:

‘কান্ট্রি অফ অনার’ পাচ্ছে ভারত

৭৫ তম কান চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মান পেতে যাচ্ছে ভারত। আগামী ১৭ ই মে থেকে শুরু হতে যাওয়া এই চলচ্চিত্র উৎসবের ‘কান্ট্রি অফ অনার’ হিসেবে বেছে নেওয়া হয়েছে ভারতকে। মূলত ভারত-ফ্রান্সের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষেই ভারতকে এই সম্মান দিল ফ্রান্স।

কান চলচ্চিত্র উৎসবের ফিল্ম মার্কেটে ভারতের ৫টি স্টার্টআপ কোম্পানি বৈঠকে অংশ নিতে পারবে। শুধু তাই নয়, ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে আর. মাধবন অভিনীত ছবি ‘রকেট্রি’র।

এখানেই শেষ নয়, ‘কান ফিল্ম ফেস্টিভ্যাল’-এ প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে সত্যজিৎ রায়ের ছবি ‘প্রতিদ্বন্দ্বী’। ১৯৭০ সালে তৈরি এই ছবি মূলত সামাজিক অস্থিরতার মধ্যে আটকে পড়া একজন শিক্ষিত মধ্যবিত্ত মানুষের গল্প বলে। এই ছবিটি চলচ্চিত্র উৎসবের ‘ক্লাসিক’ বিভাগে দেখানো হবে।

এবারের কান উৎসবে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। আসন্ন ৭৫তম চলচ্চিত্র উৎসবে মোট নয় জন জুরি বা বিচারক বেছে নেবেন সেরা ছবি। ২১টি সিনেমার মধ্য থেকে সেরা ছবিকে পামে ডি’অর পুরস্কারে সম্মানিত করা হবে। কান উৎসব চলবে ২৮শে মে পর্যন্ত।

চিত্রজগত/উৎসব

সংশ্লিষ্ট সংবাদ