কাজ দিয়ে পরিচিতি পেতে চায় জাহ্নবী

জাহ্নবী কাপুর যখন বলিউডে পা রাখেন, তখন স্বজনপ্রীতি–বিতর্ক তুঙ্গে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে কেন্দ্র সেই বিতর্ক নতুন মাত্রা পায়। মা শ্রীদেবী, বাবা বনি কাপুর; ফলে অবধারিতভাবেই স্বজনপ্রীতি নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাঁকে। অভিনয় শুরুর আগেই মা-বাবার কল্যাণে যে পরিচিতি পেয়েছেন, সেটা অস্বীকার করেন না অভিনেত্রী।
টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে জাহ্নবী বলেন, ‘সত্যি বলতে মা-বাবার কল্যাণেই আমার পরিচিতি আর স্বীকৃতি পাওয়া। এটা অস্বীকারের সুযোগ নেই। এখন কাজ দিয়ে পরিচিতি পেতে চাই। নিজের কাজকে খুব ভালোবাসি। আশা করি, সামনে কাজই আমার হয়ে কথা বলবে।’
সম্প্রতি মুক্তি পেয়েছে জাহ্নবীর নতুন ছবি `গুডলাক জেরি’র ট্রেলার। ২৯ জুলাই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির অপেক্ষায় থাকা ছবিটি তামিল ক্রাইম-কমেডি ‘কোলামাবু কোকিলা’র হিন্দি রিমেক। বলিউডে চার বছর পার করা জাহ্নবী মনে করেন, এই ছবি দেখে তাঁর অভিনয়ে উন্নতি চোখে পড়বে দর্শকের। তিনি বলেন, ‘আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী হয়েছি, ঝুঁকি নিতে শিখেছি। বুঝেছি, অভিনেত্রী হিসেবে যে লক্ষ্যে পৌঁছাতে চাই, সেটা অর্জনের নির্দিষ্ট কোনো ধরন নেই। অভিনয় এমন একটা শিল্প, যেখানে যতটা সম্ভব সৎভাবে আবেগ বুঝতে হয়।’
সাক্ষাৎকারে জাহ্নবী আরও জানান, ছবিতে ‘জেরি’ হয়ে উঠতে কতটা কষ্ট করতে হয়েছে তাঁকে, ছবিতে বিহারি উচ্চারণ রপ্ত করা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জেরি পরিবারের জন্য এমন কিছু করতে বাধ্য হয়, যা নৈতিকভাবে ঠিক নয়। সেই মনস্তত্ত্ব বুঝে পারফর্ম করা ছিল খুব কঠিন। গত দুই বছরে ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কারগিল গার্ল’, ‘ঘোস্ট স্টোরি’, ‘রুহি’তে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। তারপরও জাহ্নবী মনে করেন, আরও অনেকের মতো মহামারি তাঁর ক্যারিয়ারে ব্যাপক প্রভাব ফেলেছে। তিনি বলেন, ‘করোনা বড় ক্ষতি করেছে। ‘গুঞ্জন সাক্সেনা’ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু মহামারির কারণে সেটা হয়নি। আরও দুই ছবি চূড়ান্ত ছিল, হয়নি। তবে ছবিগুলো যদি হতো, অনেকটা সময় শুটিং সেটে কাটাতে পারতাম, যা আমার শেখার জন্য কাজে দিত।’
সিনেমা পরিবারের মেয়ে জাহ্নবী। অভিনয় ভালো করতে না পারলে যে টিকতে পারবেন না, সেটা ভালোই জানা আছে তাঁর। এ জন্য তিনি তাই মন দিয়েছেন চরিত্র নির্বাচনে। এ প্রসঙ্গে জাহ্নবী বলেন, ‘এমন চিত্রনাট্য বেছে নিই, যা অভিনেত্রী হিসেবে আমাকে চ্যালেঞ্জ করবে, শিল্পী হিসেবে সমৃদ্ধ করবে।’ গুডলাক জেরি ছাড়াও আরও তিন ছবি নিয়ে ব্যস্ত জাহ্নবী। এর মধ্যে মিলির শুটিং শেষ, অন্য দুই ছবি মিস্টার অ্যান্ড মিসেস মাহি ও বাওয়াল-এর শুটিং চলছে।
চিত্রজগত/সিনেমা