কলকাতার নতুন সিনেমায় মিথিলা

অভিনেত্রী হিসেবে সময়টা দারুণ কাটছে রাফিয়াত রশীদ মিথিলার। সিনেমা কিংবা ওয়েব সিরিজ একের পর এক জনপ্রিয় কাজ উপহার দিয়ে যাচ্ছেন। সেই ধারাবাহিকতায় এবার তিনি কলকাতার নতুন একটি সিনেমায় যুক্ত হলেন। দুলাল দে পরিচালনায় সিনেমার নাম ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’।
নির্মাতা ভারতীয় একটি গণমাধ্যমে জানান, গোয়েন্দা সিনেমাটির ফ্র্যাঞ্চাইজি করার কথা ভাবছেন তিনি। সিনেমার গল্প এগিয়েছে গোয়েন্দা অরণ্য চ্যাটার্জির কর্মকাণ্ডকে ঘিরে। এই চরিত্রে দেখা যাবে জীতু কমলকে। গোয়েন্দা অরণ্যর বিভিন্ন অভিযান লিখে রাখেন তার জামাইবাবু সুদর্শন হালদার। শ্যালক আর জামাইবাবুর রসায়ন দেখা যাবে সিনেমায়।
জামাইবাবুর চরিত্রে দেখা যাবে গায়ক-অভিনেতা শিলাজিৎ মজুমদারকে। মিথিলাকে সিনেমায় দেখা যাবে নার্সের চরিত্রে। সিনেমায় তাকে নেওয়ার কারণ প্রসঙ্গে জানান, মিথিলা ছাড়া আর কারও মধ্যেই তিনি এই চরিত্র খুঁজে পাননি।
চিত্রজগত ডটকম/টলিউড