বৃহস্পতিবার, ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম

কন্যাসন্তানের মা-বাবা হলেন তিশা-ফারুকী

নতুন বছরের শুরুতে তারকা দম্পতি নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকীর কোলজুড়ে কন্যাসন্তান এসেছে। বুধবার রাত ৮টা ২৭ মিনিটে ঢাকার এক হাসপাতালে তাদের প্রথম সন্তানের জন্ম হয়েছে বলে তিশার ফেইসবুক পেইজে জানানো হয়েছে।

মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন; মা ও বাবার নামের সঙ্গে মিলিয়ে কন্যার নাম রাখা হয়েছে ইলহাম নুসরাত ফারুকী। গত ডিসেম্বরের শেষ সপ্তাহে এক ফেইসবুক পোস্টে ফারুকী জানিয়েছেলেন, শিগগিরই তাদের ঘরে নতুন অতিথি আসছে।

উল্লেখ্য ২০১০ সালে ১৬ জুলাই সংসার জীবন শুরু করেন তারা। ‘টেলিভিশন’, ‘ডুব’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করেছেন এ তারকা জুটি। গত বছরে ওটিটি প্লাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে সরয়ার ফারুকীর প্রথম ওয়েব সিরিজ ‘লেডিজ অ্যান্ড জেন্টেলম্যান’; সিরিজটির প্রযোজনা করেছেন তিশা।

চিত্রজগত/টেলিভিশন

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়