কণ্ঠশিল্পী পূজার সংসারে ভাঙ্গনের আওয়াজ

চার বছরের সংসার জীবনের ইতি টানলেন কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা ও মডেল-অভিনেতা অর্ণব অন্তু। তবে কী কারণে তাদের সংসার জীবনের ইতি টেনেছেন তা জানা যায়নি।
পূজার স্বামী অর্ণব অন্তু তার ব্যক্তিগত ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তু লেখেন, ‘মহানের কাছে সুস্থ এবং সুন্দর জীবনের কামনা করে, আমাদের সাংসারিক যাত্রা, আমার পক্ষ থেকে এখানেই ইতি টানলাম। ভালো থেকো।’
অন্তু ও পূজার অনেক দিনের প্রেম। অনেকেই জানতেন সে কথা। ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি পূর্ণতা পায় সেই প্রেম। জমকাল আয়োজনে বিয়ে করেন দু’জন। আর দু’মাস পরই ছিল তাদের পঞ্চম বিয়েবার্ষিকী।
ইন্ডাস্ট্রি সূত্রে জানা গেছে, বিয়ের দুই বছর পর থেকেই তাদের সম্পর্ক স্বাভাবিক যাচ্ছিল না। এমনকি আলাদা থাকতে শুরু করেছিলেন দু’জন। পরে ভুল বোঝাবুঝি মিটিয়েও নেন। তবে ‘সাংসারিক যাত্রার ইতি টানার’ মতো সিদ্ধান্ত কেন নিতে হলো অন্তুর?
এ ঘটনা প্রসঙ্গে পূজা বলেন, ‘এ রকম একটি স্ট্যাটাস দেবে, সেটা আমার জানা ছিল না। আইনানুগভাবে আমাদের এখনও বিচ্ছেদের মতো কোনো ঘটনা ঘটেনি। আমাদের দুই পরিবারের কেউ বিষয়টি জানে না। দুই পরিবার বসে আলোচনার মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’
তিনি আরও বলেন, ‘অন্তুর সঙ্গে তো আমার বিচ্ছেদ হয়নি। আমি এখনও মিসেস অন্তুই আছি। তবে আমার পক্ষ থেকে ডিভোর্সের কোনো পরিকল্পনা নেই। বাকি কথা পরে হবে।’
অর্ণব অন্তু মডেলিং করেন। ২০১৬ সালের মাঝামাঝি সময়ে পূজার ‘অবুঝ পাখি’ গানের মডেল হয়েছিলেন তিনি। তখন থেকেই দু’জনের বন্ধুত্ব। সেখান থেকে প্রেম ও বিয়ে। ‘সেরা কণ্ঠ’ প্রতিযোগিতার মাধ্যমে সংগীতে ক্যারিয়ার শুরু করেন পূজা। এরপর অ্যালবাম ও প্লেব্যাকের মাধ্যমে তিনি পরিচিতি পান।
চিত্রজগত/সঙ্গীত