ওটিটিতে ফারাজ মুক্তি না দেওয়ার আহ্বান রুবা আহমেদের

বাংলাদেশের ওটিটি প্লাটফর্মে বলিউডের চলচ্চিত্র ফারাজ মুক্তি না দেওয়ার আহ্বান জানিয়েছেন হোলি আর্টিজানে নিহত অবিন্তা কবিরের মা রুবা আহমেদ। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে রাজধানীর শাহজাদপুরে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।
২০১৬ সালের ১ জুলাই রাতে হোলি আর্টিজান বেকারিতে হামলা চালায় জঙ্গিরা৷ বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করা হয় সেই রাতে। নিহতদের মধ্যে একজন ছিলেন অবিন্তা কবির।
এই ঘটনা নিয়ে বলিউডের চলচ্চিত্র ফারাজ মুক্তি পাবে আগামী ৩ ফেব্রুয়ারি। অবিন্তার মা রুবা আহমেদ সংবাদ সম্মেলনে জানান, এই চলচ্চিত্র নির্মাণে তার পরিবারের অনুমতি নেওয়া হয়নি। এতে তাদের গোপনীয়তা লঙ্ঘন হবে। চলচ্চিত্র নির্মাণ বন্ধ করতে ২০২১ সালে ভারতের নির্মাতাদের উকিল নোটিশ দিয়েছিলেন রুবা।
চিত্রজগত ডটকম/ওটিটি