রবিবার, ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম

এশিয়া প্যাসিফিকে সেরার পুরস্কার

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডস (অ্যাপসা) জিতলেন ‘রেহানা মরিয়ম নূর’ নির্মাণের জন্য আবদুল্লাহ মোহাম্মদ সাদ এবং একই ছবিতে অভিনয়ের জন্য সেরার স্বীকৃতি পেলেন আজমেরী হক বাঁধন।

দেশটির কুইন্সল্যান্ডের গোল্ড কোস্ট শহরে গত বৃহস্পতিবার অ্যাপসা বিজয়ীদের তালিকা ঘোষণা করা হয়। যৌথভাবে ‘জুরি গ্র্যান্ড প্রাইজ’ জিতে নিয়েছেন বাংলাদেশের সাদ এবং অস্ট্রেলিয়ার সিনেমা ‘দ্য ড্রোভারস ওয়াইফ : দ্য লিজেন্ড অব মলি জনসন’। সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন ‘রেহানা’ চরিত্রে অভিনয় করা বাঁধন।

চিত্রজগত/উৎসব

সংশ্লিষ্ট সংবাদ