এবার ‘লেডি সিংহাম’ রূপে আসছেন দীপিকা পাড়ুকোন

বলিউড তারকা দীপিকা পাড়ুকোনকে এখন পর্যন্ত অনেক চরিত্রে দেখা গেলেও অ্যাকশন হিরোইন জায়াগাটা খালি পড়েছিল। সেটিও পূরণ হতে যাচ্ছে। এরই মধ্যে সবার জানা পরিচালক রোহিত শেঠি নির্মাণ করতে যাচ্ছেন ব্লকবাস্টার হিট ফ্যাঞ্চাজির ‘সিংহাম’ এর পরবর্তী কিস্তি। যেখানে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে।
কিন্তু ‘সিংহাম’ লুকে দীপিকাকে কেমন লাগবে সেটা দেখার অপেক্ষা ছিল দর্শকের। অবশেষে সেটিও পূরণ হলো। অজয় দেবগন তার ভেরিফাইড ফেসবুক পেজে দীপিকার দু’টি ছবি প্রকাশ করে লেডি সিংহামের লুক সামনে এনেছেন।
পোস্টের ছবিতে পুলিশের পোশাকে বন্দুক হাতে দীপিকাকে দেখে প্রথম ঝলকে চেনার উপায় নেই। দর্শকদের এমনই প্রতিক্রিয়া। প্রসঙ্গত, এই সিনেমায় এক অংশে থাকবেন রণবীর সিংও।
চিত্রজগত ডটকম/বলিউড