রবিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম

এবার বিচারক রূপে

মিঠুন, করণের পাশে বিচারক পরিণীতি

মিঠুন চক্রবর্তী, করণ জোহরের পাশাপাশি ‘হুনরবাজ়-দেশ কী শান’ নামের রিয়েলিটি শোয়ে এবার বিচারক হিসেবে পাওয়া যাবে পরিণীতি চোপড়াকে।

এ রিয়েলিটি শোয়ের প্রযোজনা সংস্থা থেকে জানানো হয়েছে একাধিক নায়িকাদের সঙ্গে কথা বলার পর পরিণীতিকেই যোগ্য মনে হয়েছে এই শোটির জন্য। তাঁদের বক্তব্য, বলিউডে পরিণীতির জার্নিও অনুপ্রেরণামূলক। সেখান থেকেও অনেকে অনেক কিছু শিখতে পারবে। পরিণীতিও প্রস্তাবে সায় দিয়েছেন।

প্রসঙ্গত, প্রায় সাতবছর আগে ‘ইন্ডিয়াজ় বেস্ট সিনেস্টার কী খোঁজ’ নামের একটি রিয়েলিটি শোয়ে পরিণীতিকে মেন্টর হিসেবে পাওয়া গিয়েছিল। তারপর এতবছর পর আবার ছোট পরদায় বিচারক হিসেবে ফিরছেন তিনি। সূত্র: আনন্দলোক

চিত্রজগত/টেলিভিশন

সংশ্লিষ্ট সংবাদ