এফডিসিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র শ্রদ্ধা

এফডিসিতে নানা আয়োজনে পালিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন। নায়ক আলমগীরের নেতৃত্বে সম্মিলিত চলচ্চিত্র পরিষদের আয়োজনে দিনভর চলছে জন্মদিন পালন।
এদিনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)। সমিতির সভাপতি ফাল্গুনী হামিদ, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুর নেতৃত্বে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক তুষার আদিত্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক লিমন আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মীর সামি, দফতর সম্পাদক নিপু বড়ুয়া।
এছাড়া কার্যনির্বাহী সদস্য অঞ্জন দাশ, আলাউদ্দিন মজিদ, এম এস রানা, জনি হক ও ইসরাফিল শাহিন উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা জানানো শেষে সভাপতি ফাল্গুনী হামিদ বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের মুক্তির দূত। আজ তার জন্মদিন, আমাদের সবার জন্য আনন্দের দিন। তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে ভালো লাগছে।
দেশের সবার কাছে সমুন্নত থাকুক জাতির জনকের চেতনা। তার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পথচলাকে আমরা সবাই সম্মিলিতভাবে এগিয়ে নিয়ে যাবো।’
চিত্রজগত/চলচ্চিত্র