এথিক সম্মাননা পেলেন ১৪ নাট্যকর্মী

মঞ্চে তারুণ্যের শক্তিকে উৎসাহ দিতে গত বছরের ধারাবাহিকতায় এবারও প্রতিভাবান ১৪ জন তরুণ নাট্যকর্মীকে ‘এথিক তারুণ্য সম্মাননা’ জানাল নাট্য সংগঠন এথিক। গত ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে এ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এই সম্মাননা দেয়া হয়।
এথিক তারুণ্য সম্মাননা পেয়েছেন আরণ্যক নাট্যদলের রেজওয়ান পারভেজ, থিয়েটারের লিটা খান, ঢাকা থিয়েটারের জয়শ্রী মজুমদার লতা, লোক নাট্যদলের শিশির কুমার রায়, প্রাচ্যনাটের ডায়না ম্যারিলিন চৌধুরী, থিয়েটার আর্ট ইউনিটের সজল চৌধুরী, প্রাঙ্গণেমোরের সুবক্তগীন শুভ, শব্দ নাট্যচর্চা কেন্দ্রের ইনতিশা তাশদীদ তাহা, স্বপ্নদলের শিশির সিকদার, মহাকাল নাট্য সম্প্রদায়ের ইকবাল হোসেন চৌধুরী, বটতলার মো. মাহবুব মাসুম, অনুস্বরের এস আর সম্পদ, বাতিঘরের সাদ্দাম রহমান এবং থিয়েটার ৫২-এর আদিব মজলিশ খান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যজন রামেন্দু মজুমদার, মঞ্চসারথি আতাউর রহমান, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী, নাট্য সমালোচক অধ্যাপক আব্দুস সেলিম। গ্রুপ থিয়েটার ফেডারেশনের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল চন্দন রেজা ও এথিক সাধারণ সম্পাদক মনি কানচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন এথিক সভাপতি নাট্যজন রেজানুর রহমান।
অনুষ্ঠান শেষে রেজানুর রহমান রচিত ও নির্দেশিত এথিকের নতুন নাটক ‘রাজদ্রোহী’ মঞ্চস্থ হয়।
চিত্রজগত ডটকম/মঞ্চ