এক যুগ পর এলো জেমসের নতুন গান

ভক্তদের অপেক্ষার পালা শেষ। দীর্ঘ এক যুগ পর ভক্তদের আশা আঙ্খকা পূরণ করতে নতুন গান নিয়ে এসেছে নগর বাউল জেমস। এ নিয়ে গণমাধ্যম থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সর্বত্র চলছিল তুমুল উম্মাদনা। চাদ রাতে এই গানটি মুক্তি দিয়েছে বসুন্ধরা ডিজিটাল ইউটিউব চ্যানেলে।
গানের শিরোনাম ‘আই লাভ ইউ’। গানের কথা লিখেছেন বিশু শিকদার ও জেমস নিজে। সদ্যই রাজধানীর নাইন এন্ড অ্যা হাফ স্টুডিওতে গানটির ভিডিও দৃশ্যায়ন হয়। ভিডিওতে অংশ নিয়েছেন জেমস নিজেই। গান ভিডিওটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা শাহরিয়ার পলক ও টিম প্রেক্ষাগৃহ।
বসুন্ধরা ডিজিটাল চ্যানেলের জন্য জেমস বেশ কয়েকটি গানের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। প্রথম গানটি প্রকাশিত হচ্ছে, এই ঈদে। ধাপে ধাপে অন্যান্য গানগুলো এই চ্যানেল থেকে প্রকাশিত হবে। গানের পূর্ণ স্বত্বাধিকার থাকছে বসুন্ধরা ডিজিটাল এর কাছে।
দীর্ঘ ক্যারিয়ারে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন জেমস। দেশের গণ্ডি পেরিয়ে উপমহাদেশের নন্দিত এ সঙ্গীতশিল্পী ভারতের বলিউডেও গান গেয়েছেন। সঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও ঝুলিতে ভরেছেন তিনি।
চিত্রজগত/সঙ্গীত