একজন অন্যরকম জয়া

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ওপার বাংলায়ও রয়েছে তার বেশ দর্শকপ্রিয়তা। অভিনয় ও গ্ল্যামারের কারণে ভক্ত-অনুরাগীদের হৃদয়ে আলাদা স্থান করে নিয়েছেন জয়া।
সামাজিক যোগাযোগমাধ্যমে সবসময়ই সক্রিয় জয়া আহসান। প্রায়ই নতুন নতুন ছবি পোস্ট করে শোভাকাঙ্ক্ষীদের সঙ্গে নিজের আনন্দ ও অনুভূতিগুলো ভাগ করে নেন এই অভিনেত্রী।
সম্প্রতি জয়া আহসান ফেসবুকে বেশকিছু ছবি পোস্ট করেছেন। ভক্তরাও লুফে নিয়েছে তার ছবিগুলো। রিয়্যাকশন, মন্তব্য আর শেয়ার করে প্রিয় তারকার ছবিগুলো নিজ নিজ টাইমলাইনেও রেখে দিচ্ছেন।
মঙ্গলবার (২ আগস্ট) জয়ার পোস্ট করা ছবিতে দেখা যায়, সোনালি রঙের শাড়ি ও ম্যাজেন্ডা রঙের ব্লাউজে ভক্তদের কাছে ধরা দিয়েছেন তিনি। কপালে ছোট লাল টিপ ও চোখে সানগ্লাস। শাড়ি-ব্লাউজের এমন দারুণ কম্বিনেশনে অন্য এক জয়া আহসানকে খুঁজে পেয়েছেন নেটিজেনরা।
পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘একজন নারীর সৌন্দর্য তার মেকআপে নয়, নারীর প্রকৃত সৌন্দর্য তার নিজ আত্মায় প্রতিফলিত হয়। এটি কোমলতা, যা ভালোবাসা দেয়, এটি আবেগ প্রকাশ করে।’
চিত্রজগত/টেলিভিশন