সোমবার, ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম

আবারও মা হচ্ছেন ঐশ্বরিয়া!

ফাইল ছবি -- চিত্রজগত.কম

বলিউড বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। সম্প্রতি অভিষেক বচ্চন ও মেয়ে আরাধ্যাকে নিয়ে মুম্বাই বিমানবন্দরে দেখা গেছে তাকে। ঢিলেঢালা পোশাকে যেন কিছু আড়াল করার চেষ্টা। শোনা যাচ্ছে, বচ্চন পরিবারের বৌ আবার মা হতে চলেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া মুম্বাই বিমানবন্দরে অভিনেত্রীর একটি ভিডিও দেখে নেটিজেনদের ধারণা তিনি অন্তঃসত্ত্বা। নেটিজেনদের প্রশ্ন ঐশ্বরিয়া কি অন্তঃসত্ত্বা। তবে ঐশ্বরিয়া জানিয়েছেন, পুরোটাই রটনা।

এমনিতেই নায়িকাদের মা হওয়ার খবরে বলিউড উত্তাল। কয়েকদিন আগেই আলিয়ার মা হওয়ার খবরে উৎসবে মাতে বলিউড, তারপরই করিনা কপূরের তৃতীয়বার মা হওয়ার খবর রটে। তার মধ্যেই ঐশ্বরিয়ার আবার মা হওয়ার খবরে নতুন মশলা বলিউডের হাতে।

অভিষেক-ঐশ্বরিয়ার বিয়ে হয় ২০০৭ সালে। বিয়ের চার বছর পর জন্ম হয় কন্যা আরাধ্যার। তারপর দশ বছর কেটে গেছে বচ্চন পরিবারে নতুন অতিথি আসার খবর আসেনি।

চিত্রজগত/বলিউড

সংশ্লিষ্ট সংবাদ