আগস্টে মুক্তি পাবে ‘ময়ূরাক্ষী’

ইন্টারন্যাশনাল লিমিটেড এর প্রযোজনায় ও গোলাম রাব্বানী সংলাপ-চিত্রনাট্যে ‘ময়ূরাক্ষী’তে নাম ভূমিকায় অভিনয় করেছেন ববি হক। সিনেমায় তার বিপরীতে আছেন সুদীপ বিশ্বাস দীপ। আরও আছেন শিরিন শিলা, গোলাম রাব্বানীসহ অনেকে।
এডিট শেষের পর পরিচালক রাশিদ পলাশের মনে হয়েছে আরও দুই-তিন দিন শুটিং দরকার। সেটা আগামী সপ্তাহে করা হবে। এরপরই ইতিটানা হবে ‘ময়ূরাক্ষী’ ছবির ক্যামেরা। এরই মধ্যে পরিচালক জানালেন, সবশেষ করে ছবিটি আগামী আগস্টে মুক্তি দিতে চাই।
নির্মাতার দ্বিতীয় ছবি এটি। এর আগে ‘পদ্মাপুরাণ’ নির্মাণ করেন তিনি। রাশিদ পলাশ বলেন, ‘ছবিটি নিয়ে আমি দারুণ আশাবাদী। পরিপূর্ণ চলচ্চিত্র বলতে যা বোঝায়, সেভাবেই তৈরি করার চেষ্টা করেছি। ঈদের আগেই ছবিটি সেন্সরে যাবে। সব ঠিক থাকলে মুক্তি পাবে আগামী আগস্ট মাসে।
শোনা যায়, সিনেমার গল্প গড়ে উঠেছে ২০১৯ সালে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিমান ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে। কিন্তু ছবিটির গল্প নিয়ে পরিচালক কিছু জানাতে নারাজ। নির্মাতার ভাষ্য, দর্শকরা হলে গিয়েই গল্পটি সম্পর্কে জানুক।
চিত্রজগত/চলচ্চিত্র