অভিনেত্রী আনোয়ারার স্বামী মারা গেছেন

চলচ্চিত্র অভিনেত্রী আনোয়ারার স্বামী মহিতুল ইসলাম মারা গেছেন। শুক্রবার (১০ ডিসেম্বর) ভোর ৩ টা ১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আনোয়ারার মেয়ে অভিনেত্রী মুক্তি। তিনি জানান, বাবা ভোর ৩টা ১০ মিনিটে মারা গেছেন। সবার কাছে বাবার জন্য দোয়া চাই।
দীর্ঘদিন ধরে মহিতুল ইসলাম ব্রেনের সমস্যায় ভুগছিলেন। অর্থ সংকটে পড়ায় ২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনোয়ারাকে ৩০ লাখ টাকা অনুদান দেন।
আনোয়ারা ষাট দশকে নৃত্যশিল্পী হিসেবে চলচ্চিত্রে যুক্ত হন। অসংখ্য চলচ্চিত্রে তিনি অভিনয় করেন। গত ২০ বছর যাবত মায়ের ভূমিকায় অভিনয় করেছেন। এ পর্যন্ত গুণী এই অভিনেত্রী আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন।
অভিনেত্রী আনোয়ারার গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে। মহিতুল ইসলাম ও আনোয়ারা দম্পতির একমাত্র সন্তান মুক্তি।
চিত্রজগত/ঢালিউড